দুই টেক্সিসহ পটিয়ায় তিন চোর গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় পুলিশের অভিযানে ২টি চোরাই সিএনজিচালিত টেক্সিসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এক অভিযানে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, প্রথমে টেক্সি চোর চক্রের সদস্য বাঁশখালী উপজেলার বাহার ছড়া ইউপির বখশী হামিদের বাড়ির আবুল খায়েরের পুত্র মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে চোরাইকৃত একটি টেক্সি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে অপর আসামি মো. করিম ও মো. শাকিবকে বাঁশখালী থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে বাঁশখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী আবুল কালাম মেম্বারের বাড়ির আহম্মদ রশিদের বিল্ডিংয়ের সামনের খালি জায়গা হতে ১টি নম্বরবিহীন টেক্সি উদ্ধার করা হয়। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত তিনজন সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তারা আগে থেকেই সিএনজি অটোরিকশা চুরির সাথে সম্পৃক্ত। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে সীমান্ত সড়কে ট্রাক উল্টে চালক নিহত
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে শেক্সপিয়ার ফেস্ট, জমকালো আয়োজন