মা ইলিশ সংরক্ষণে নগরের বিভিন্ন জায়গায় পরিচালিত অভিযানে ২ দশমিক ১৬৫ টন ইলিশ, একটি ফিশিং বোট ও বিপুল পারিমাণ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করা হয়। আটক করা হয় চারজনকে। গতকাল মঙ্গলবার নগরের রানি রাসমনি ঘাট, সী বিচ, আকমল আলী ঘাট, কাট্টলী, আনন্দ বাজার সমুদ্র এলাকায় মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও সিএমপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দিনব্যাপী এ অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, নির্বাহী মাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, কোস্ট গার্ডের সিসি মো. রমজান আলি, নৌবাহিনীর মো. তরিকুল ইসলাম, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান ও খামার ব্যবস্থাপক আবু তৈয়ব।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী আজাদীকে জানান, রানি রাসমনি ঘাটে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় আনুমানিক ২ দশমিক শূন্য ৮৫ টন ইলিশ। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ইলিশ ১ লাখ ৪২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এছাড়া বহির্নোঙর, সী বিচ, আকমল আলী ঘাট, কাট্টলী ও আনন্দ বাজার সমুদ্র এলাকা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, দুটি বেহুন্দি জাল, ৮০ কেজি ইলিশ, একটি ফিশিং বোট ও একজন জেলেকে আটক করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা মাত্র। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
আগের দিন সোমবার মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং টহল দল বহির্নোঙর, সী বিচ, আকমল আলী রোড, আনন্দ বাজার ও কাট্টলী এলাকা থেকে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ সুতার জাল, ২টি ফিশিং বোট জব্দের পাশাপাশি ১৩ জন জেলেকে আটক করে।