বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া আনোয়ারার দুই জেলে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। এরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের মো. শাহজাহান (৩০) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. নজরুল (৩০)।
জানা যায়, গত রোববার সকালে দক্ষিণ গহিরা থেকে ৫ জেলে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সোমবার ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। গতকাল মঙ্গলবার ৩ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
নৌকার মালিক মাহাবুব আলী জানান, তার মালিকানাধীন নৌকা এফবি আবদুস সামাদ শাহ ৫ মাঝি মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে ৫ জন জেলে নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার অন্য একটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় ৩ জনকে জীবিত উদ্ধার করে। এরা হলেন মো. রেজাউল, মো. কপিল। অপর একজনের নাম জানা যায়নি। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্ঠা চলছে।