দুই জায়ান্টের লড়াইয়ে এফএমসিকে হারাল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় দিনেই বুঝা গেল উত্তাপ। কারন দ্বিতীয় দিনেই যে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট আবাহনী এবং এফএমসি স্পোর্টস। দুই জায়ান্টের সেই হাই ভোল্টেজ লড়াইয়ে জয় তুলে নিয়েছে আবাহনী লিঃ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৬৯ রানে হারিয়েছে এফএমসসি স্পোর্টসকে। আর এর ফলে আবাহনী জয় দিয়ে লিগ শুরু করলেও এফএমসিকে শুরু করতে হয়েছে হার দিয়ে। সকালে টসে হেরে ব্যাট করতে নেমেছিল আবাহনী। শুরুটাও মন্দ হয়নি। দুই ওপেনার ৩৯ রান যোগ করেছিলেন। তবে এর মধ্যে দুটি ক্যাচ ছাগে এফএমসির ফিল্ডাররা। মোট তিনটি ক্যাচ ছেড়েছে এফএমসির ফিল্ডাররা। ২৫ রান করা মহিউদ্দিনকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন নাসির হোসেন। ইমরুল করিম এসে ৮ রানের বেশি করতে পারেননি। ৯১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় আবাহনী। ফিরেন ১৫ রান করা শোয়াইব। তবে আবাহনীকে টেনে নিয়ে গেছেন সাইদুল, জাহিদ এবং অধিনায়ক রিপন। জাতীয় দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন ৪ রান করে। তারপরও শুরুতে কিছুটা ধীর গতিতে রান তুললেও শেষ দিকের ঝড়ে আবাহনীর সংগ্রহ গিয়ে দাড়ায় ২৩৫ রানে। জাহিদ ৫১ বলে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফিরেন। রিপন ৩০ বলে ২টি চার এবং ২টি ছক্কায় করেন ৩৬ রান। এর আগে ওপেনার সাইদুল করেন ৯১ বলে ৪৫ রান। শেষ দিকে শামসুদ্দিন বাপ্পার ৮ বলে ১৬ এবং আবু বক্করের ১০ বলে ১০ রান আবাহনীকে ২৩৫ রানে যেতে সহায়তা করে। এফএমসি স্পোর্টসের পক্ষে ৪৪ রানে ৩টি উইকেট নিয়েছেন বেলাল হোসেন। ২টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল। একটি করে উইকেট নিয়েছেন সানি, দিপু এবং নাসির।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় এফএমসি। ৯ রান করে ফিরেন সাদিকুর। ১০ রান পর ফিরেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা আফসারুল করিম। ৪৩ রানের মাথায় ফিরেন আরেক ওপেনার সাইফুল ইসলাম। তিনি করেন ২৩ রান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সাবেক জাতীয় ক্রিকেটার নাসির হোসেন এবং অধিনায়ক দিপু। ৭৩ রানের জুটি গড়েছিলেন দুজন। কিন্তু ৩৩ রান করে দিপু ফিরলে ম্যাচের ভাগ্য ঝুলে পড়তে থাকে আবাহনীর দিকে। তারপরও নাসির হোসেনে ব্যাটের উপর ভর করে তরী পার হওয়ার চেষ্টা করছিল এফএমসি। একপ্রান্ত আগলে রেখে নাসির চেষ্টা করছিলেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু একপর্যায়ে তিনিও রণে ভঙ্গ দেন। ১৫৬ রানের মাথায় দারুন এক ক্যাচ নিয়ে নাসিরকে বিদায় করেন শোয়াইব। আর তাতেই এফএমসির জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এই সাবেক তারকা ফিরে আসার আগে করেছেন ৬৩ রান।
তার ৮৪ বলের ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছক্কার মার। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ১৬৬ রানে অল আউট হয় এফএমসি স্পোর্টস। আর তাতেই ৬৯ রানের পরাজয় দিয়ে লিগ শুরু করতে হয় এফএমসিকে। আবাহনীর পক্ষে সফল বোলার ১৫ রানে ৩ উইকেট নেওয়া মোসাদ্দেক হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন শামসুদ্দিন বাপ্পা, আবু বক্কর এবং শোয়াইব। একটি উইকেট নিয়েছেন জাহিদ জাবেদ। আজ এম এ আজিজ স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যাতে সিটি কর্পোরেশন একাদশ এবং ফ্রেন্ডস ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধউন্মুক্ত চুকবল প্রশিক্ষণ কর্মসূচি ২২ ফেব্রুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে থামিয়ে ফাইনালে কুমিল্লা