চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বৈদ্যুতিক পোল থেকে তার চুরি করে পালানোর সময় দুই চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে নাসিরাবাদ মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। ধৃতরা হচ্ছেন মো. লোকমান হোসেন (৩৩) ও মো. তারেক (২৫)। তাদের কাছ থেকে চুরিকৃত তার ও তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের জোন-১ এর সহকারী প্রকৌশলী আনোয়ারুল হক চৌধুরী বাদী হয়ে গতকাল খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আজাদীকে বলেন, সন্দেহজনকভাবে স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় বৈদ্যুতিক পোলের তার চুরির ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট এলাকা অন্ধকার হয়ে যায়। চোরের দল কেজি মাপা তারগুলো বিক্রি করে দেয়। অথচ আমরা মিটার হিসেবে দাম দিয়ে তারগুলো কিনে থাকি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান আজাদীকে বলেন, বৈদ্যুতিক পোল থেকে তার চুরিতে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। সিটি কর্পোরেশন থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে।












