ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা এলাকায় রেললাইনের উপর গাছ ভেঙে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। রাত পৌনে ৯টায় পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেল স্টেশন ও রেলওয়ের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, তূর্ণা নিশীথা চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন রাত সাড়ে ১১টায় ছেড়ে যায়। কিন্তু গতকাল সেটি এক ঘণ্টা ১৫ নিমিট দেরিতে ছেড়ে গেছে। মহানগর এক্সপ্রেস ৩ ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম স্টেশনে এসেছে। চট্টগ্রাম ছেড়ে গেছে ৩ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে। বিজয় এক্সপ্রেস রাত ৯টায় চট্টগ্রাম আসার কথা ছিল। কিন্তু এসেছে রাত ১১টায়। এছাড়া সোনার বাংলা ৪০ মিনিট বিলম্বে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। এদিকে ঝড়ের কবলে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস প্রায় ২ ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম পৌঁছেছে।
যাত্রীসহ ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অপরদিকে ঠিক সময়ে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন রুট থেকে ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে এসে না পৌঁছায় চট্টগ্রাম থেকে ছাড়তেও বিলম্ব হয়েছে। এর ফলে স্টেশনে নির্দিষ্ট সময়ে আসা যাত্রীরা আটকে থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলপথ বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গাছটি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সরাতে সক্ষম হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।