দুই গ্রুপের বিরোধের শিকার ছয় দোকানদার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের বিরোধের শিকার হলো ছয় দোকানদার। গত রাত ৯টার দিকে রেলস্টেশন সংলগ্ন ঝর্ণাপাড়ায় ওই ছয় দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। রহিমা গ্রুপের সাথে আমবাগানের আলমগীর গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপর ডবলমুরিং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমবাগানের দিক থেকে ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে দা-কিরিচ নিয়ে ঘটনাস্থল ঝর্ণাপাড়ায় যায়। তারা সেখানে গিয়ে কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।
হামলায় কেউ হতাহত না হলেও ৬টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। মাদকের নিয়ন্ত্রণ নিয়ে ঘটনাটি ঘটেছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল, এটা নিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধমোগলটুলিতে পাঁচতলা ভবনে আগুন
পরবর্তী নিবন্ধপণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের যুগ পূর্তি