দুই কিশোর গ্যাংয়ে বিরোধ, প্রাণ গেল একজনের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে রফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোর খুন হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর ফাতেমা কলোনির পাশে এই ঘটনা ঘটে। খুনের শিকার রফিকুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন কাহেতোরা এলাকার ফিরোজ মিয়ার ছেলে। সে মোহাম্মদপুর সুলতান কলোনিতে বসবাস করতো। রফিকুল মুরাদপুরের একটি এলুমিনিয়াম কারখানায় চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ। এদিকে কিশোর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইয়াসিন (১৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার এসআই বাবু মিয়া দৈনিক আজাদীকে বলেন, ‘দুই বন্ধুর কথাকাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে রফিকুল ইসলাম নামের ওই কিশোর মারা গেছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, ‘মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাতে গুরুত্বর আহত রফিকুল নামের এক কিশোরকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুনেছি কথা কাটাকাটির জের ধরে কয়েকজনে মিলে তাকে ছুরিকাঘাত করেছে। পেটসহ শরীরের কয়েকটি অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধযা করেছি করপোরেশনের আয়ের খাত মজবুত করার জন্যই করেছি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বাবুনগরীর বিরুদ্ধে দুই মামলা