আর্ত মানবতার সেবায় এগিয়ে এলো নুশিস। নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস) কর্তৃক গতকাল মঙ্গলবার ২ জন কিডনী রোগীর সাহায্যার্থে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। যাদেরকে সাহায্য প্রদান করা হয়েছে তারা হলেন স্কুল শিক্ষক সুব্রত দাশের স্ত্রীর কিডনী ট্রান্সপ্ল্যান্টের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং অন্য একজন কিডনী রোগী জেসমিন আক্তারের চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক প্রদান হয়। চেক প্রদান করেন নুশিস সভাপতি ও সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। অধ্যক্ষ দবির উদ্দীন খান, প্রিন্সিপ্যাল ফাতেমা ইয়াছমিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।সভাপতি চেক প্রদানকালে বলেন নুশিস সবসময় আর্ত মানবতার সেবায় নিয়োজিত ছিলেন ভবিষ্যতেও মানবতার সেবায় অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।