দুই উপজেলায় জয়ী হলেন যারা

বাঁশখালীতে খোরশেদ আলম ও লোহাগাড়ায় খোরশেদ আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত কোন প্রার্থী কত ভোট পেলেন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম (দোয়াত কলম প্রতীক)। তিনি পেয়েছেন ৬১হাজার ৫১১ ভোট। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম চৌধুরী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৮৯৯ ভোট।

আমাদের বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া জানান, বাঁশখালীতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোছাইন। বই প্রতীকে তিনি পেয়েছেন ২১হাজার ২১১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরীমন আক্তার নুরী। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৩০ ভোট।

চেয়ারম্যান পদে বিজয়ী খোরশেদ আলমের (দোয়াত কলম) নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.ইমরানুল হক ইমরান (আনারসপ্রতীক) পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট। অন্যান্যদের মধ্যে শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া) প্রতীক ১ হাজার ২৬৯ ভোট এবং নির্বাচনের দুই দিন আগে অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মোটর সাইকেল প্রতীকের জাহিদুল হক চৌধুরী মার্শাল পান ৩৭৬ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ আক্তার হোসাইন (তালা প্রতীক) ১৬ হাজার ২৬৭ ভোট, মো.আরিফুজ্জামান আরিফ (চশমা প্রতীক) ১৬ হাজার ১৮৩ ভোট, এম.এ মালেক (উড়োজাহাজ প্রতীক) ৫ হাজার ২৯ ভোট, ইমরুল হক চৌধুরী ফাহিম (টিউবওয়েল প্রতীক) ৬ হাজার ৭৯ ভোট, মো. আরিফুর রহমান সুজন (টিয়াপাখি প্রতীক) ৮ হাজার ১৮৮ ভোট, মো. ওসমান গণি (মাইক প্রতীক) ১০ হাজার ২৭০ ভোট পান ।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে অন্যান্যের মধ্যে রেহেনা আকতার কাজমী (কলস প্রতীক) ১৯ হাজার ৫৬০ ভোট, ইয়ামুন নাহার (প্রজাপতি প্রতীক) ১৭ হাজার ৩৪৮ ভোট পান। রাতে ফলাফল ঘোষনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার। আমাদের লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ মারুফ জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন খোরশেদ আলম চৌধুরী আনারস প্রতীকে ৩০ হাজার ৮৯৯ ভোট, সিরাজুল ইসলাম চৌধুরী ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৭৯৩ ভোট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৯১৪ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আকতার কলস প্রতীকে ৩৬ হাজার ৯ ভোট ও শাহীন আক্তার ফুটবল প্রতীকে ২৫ হাজার ৪৪১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সরওয়ার মামুন চশমা প্রতীকে ৪৩ হাজার ১২০ ভোট, মো. জমিল উদ্দীন টিউবওয়েল প্রতীকে ১১ হাজার ৮৫৬ ভোট ও ফরহাদুল ইসলাম তালা প্রতীকে ১১ হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭১টি। মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার ৪৪৪ টাকার এলাচ ৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি!
পরবর্তী নিবন্ধ২৯ জুন থেকে দেড় মাস কোচিং সেন্টার বন্ধ