রাঙ্গুনিয়ার আলোচিত জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে মামলার অপর ৫ আসামিকে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. খোকন ও মো. ইসমাইল প্রকাশ পিস্তল ইসমাইল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন মো. আবু, মো. কামাল, মো. জসিম, মো. তোতা মিয়া, মো. নাসির ও মো. সুমন প্রকাশ সিএনজি সুমন। যারা খালাস পেয়েছেন তারা হলেন মো. শাহাবুদ্দিন প্রকাশ সাইফু, মো. আজিম, মো. নাজিম, রমিজউদ্দিন প্রকাশ রঞ্জু ও মো. জাহাঙ্গীর।
আদালতের পেশকার নেজাম উদ্দিন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী আজাদীকে বলেন, রায় পরবর্তী বাদীর সাথে কথা বলেছি। তারা সন্তুষ্ট জানিয়েছেন। সে হিসেবে ন্যায়বিচার হয়েছে বলে আমরা মনে করছি। তিনি বলেন, টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে জিল্লুর ভান্ডারীকে খুন করা হয়েছিল। খোকন ও ইসমাইল দুজন গুলি করেন। বাকিরা লাঠিসোটা দিয়ে আঘাত করেন।
তিনি জানান, খোকনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৭টি মামলা রয়েছে। ইসমাইলের বিরুদ্ধে রয়েছে ৫টি। আসামি কামাল ও জসিম অস্ত্র মামলারও আসামি।
২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর রহমান ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর সিআইডি এ মামলায় আদালতে চার্জশিট দেয়। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে মো. খোকন কারাগারে। বাকিদের মধ্যে তিনজন জামিনে ও ৯ জন পলাতক রয়েছেন।