দুই আলুর আড়ত ও ফার্মেসিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

মূল্য তালিকা না টাঙানোর দায়ে নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তা মাথা এলাকার দুই আলুর আড়তকে এক হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া চান্দগাঁও এলাকার শাহ আমানত মেডিকেল নামে ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, কাপ্তাই রাস্তা মাথা এলাকার মোহছেন আউলিয়া বাণিজ্যালয় ও ফয়সাল স্টোর নামের দুটি আলুর আড়তকে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চান্দগাঁও এলাকার শাহ আমানত মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানকে উড়িয়ে সান্ত্বনার জয়
পরবর্তী নিবন্ধরেলের ইঞ্জিনের সাথে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাস