আশীষ খন্দকারের নির্দেশনায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর টানা চারটি শো (পেন্ডামিক ভার্সন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার ও রোববার ১৯ জুন শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৪৯, ৫০, ৫১ ও ৫২ তম প্রযোজনা মঞ্চস্থ হবে। প্রতিদিন প্রথম শো সন্ধ্যা ৭টা ও দ্বিতীয় শো রাত ৮টায় অনুষ্ঠিত হবে। নাটকটি নিয়ে আশীষ খন্দকার বলেন, দুই আগন্তুক বনাম করবী ফুল’র দুইটি ভার্সন-এনভায়রনমেন্টাল এবং স্টুডিও। স্টুডিও ভার্সনের এই পর্বে সংযোজিত পেন্ডামিক সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ টেক্স। খবর বাংলানিউজের।
যা বারবার মনে করিয়ে দেবে শতাব্দী ধরে চলে আসা চিরায়ত প্রাকৃতিক এক ব্যাধি যা ঈশ্বর প্রদত্ত সন্তাপ, যেখানে মানব সভ্যতা বার বার হেরে গেছে। সমকালীন সময়ের নিরিখে দ্রুত সভ্যতার বিকাশ, প্রযুক্তির বিন্যাস, চিকিৎসা শাস্ত্র কোন সমাধান দিতে পারছে না। প্রাকৃতিক সৃষ্টিকর্তার উপরেই নির্ভর করছে এর সমাধান। নাটকটিতে অভিনয় করছেন ফরহাদ শাওন, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক, মৃণ্ময়ী আশীষ, জাহিদ মাহমুদ, তানভীর নাহিদ ও আলী আফসার জুম্মান।