দুইদিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ২৫ টাকা

চাক্তাই-খাতুনগঞ্জ দেশি পেঁয়াজের সরবরাহ সংকটের অজুহাত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ সংকটের অজুহাতে আবারও কেজিতে একশত টাকা পেরিয়েছে পেঁয়াজের দাম। গত দুইদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। মাঝাখানে দাম বেড়ে আবার কমে যায়। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসছে না, এমন খবর চাউর হওয়ায় ফের দাম বাড়ছে। অথচ চাক্তাইখাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, বর্তমানে দেশি পুরনো পেঁয়াজের পাশাপাশি কৃষকের ঘরে সামনে নতুন পেঁয়াজও আসছে। কিন্তু কৃষকেরা সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে দাম বাড়ছে।

গতকাল চাক্তাইয়ের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ১০০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। এসব পেঁয়াজ আসছে ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ি থেকে। পেঁয়াজের আড়তদাররা বলছেন, চাক্তাই খাতুনগঞ্জের আড়তে ব্যবসায়ীরা কমিশনের ভিত্তিতে পেঁয়াজ বিক্রি করেন। আমদানিকারকরা যে দরে পেঁয়াজ বিক্রি করতে বলেন, আড়তদাররা সেই দরে পেঁয়াজ বিক্রি করেন। আড়তদারদের পক্ষে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দরবৃদ্ধির সাথে সাথে প্রশাসনের লোকজন আড়তে অভিযান পরিচালনা করে। এতে আতঙ্ক তৈরি হয়। অথচ আড়তদাররা পেঁয়াজ আমদানি করেন না। বর্তমানে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দামও বাড়ছে। চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, হঠাৎ আবার দেশি পেঁয়াজের দাম বাড়ছে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে বাজার বাড়তি।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস দৈনিক আজাদীকে বলেন, বাজারে এখন নতুন পেঁয়াজ আসছে না। নতুন পেঁয়াজ না আসার কারণে বাজার বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা লেয়াকত আলীর