১.
সবাই যখন করছে স্মরণ বাঙালি জাতির পিতাকে,
তখনো কিছু মোনাফেকে কয় বাঙালি জাতির পিতা কে ?
পঁচাত্তরের কালো সে রাতে
বন্ধু বেশে যে ছিলো সাথে,
শেখের খুনে রাঙিয়ে হাত চেনায় কে শত্রু, মিতা কে।
২.
একটি হাতের পাঁচটি আঙুল একখানা তারা তর্জনি
তার ইশারায় বাঙাল করে পাকিদের সব বর্জন–ই,
আঙুলটাতো সবার চেনা,
যায় না যাকে টাকায় কেনা,
দেশ বাঁচাতে বাঘের মতোন করেন যিনি গর্জনই।