জাল জালিয়াতি করে আম–মোক্তারনামা দলিল তৈরি এবং প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়। তারা হলেন, আনোয়ারুল হক ও তসলিম হোসেন। গতকাল বিকালে তাদের আটক করা হয়।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, নগরীর পূর্ব নাসিরাবাদ মৌজার শূন্য দশমিক ৮০৯৩ একর সম্পত্তির মালিক ছিলেন সৈয়দ আহামদ হাসেমী। যিনি অবাঙালি এবং ১৯৭১ সালে যুদ্ধকালীন বাংলাদেশ ত্যাগ করেন। আরো জানা যায়, আটক আনোয়ারুল হক অবাঙালি সৈয়দ আহামদ হাসেমীর সন্তান দাবি করেন এবং বর্ণিত সম্পত্তি ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর আম–মোক্তারনামা দলিল মূলে তার পিতা কর্তৃক সম্পাদিত বলে জানান। তদন্তে এসবের সত্যতা পাওয়া যায়নি। সূত্র জানায়, উক্ত পরিত্যক্ত সম্পত্তির মূল্য আনুমানিক শত কোটি টাকা।
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












