কতবার ভেবেছি দুঃখগুলো নিলামে চড়াবো
কিন্তু, পারিনি
কী এক অদ্ভুত টানে
লুকিয়ে রেখেছি তা গোপন প্রাণে!
দুঃখগুলো কখনো আমাকে ছাড়েনি
আজও নিদ্রার বালিশ ভিজে যায় অশ্রু জলে
দুঃখগুলো জ্বলজ্বল জ্বলে আমার বুকের তলে
অক্টোপাসের মতো অহর্নিশ আমাকে জড়িয়ে রাখে
মাইগ্রেনের ব্যথার মতো সঙ্গে লেগে থাকে,
আমাকে দেওয়া ওগুলো তোমার শ্রেষ্ঠ উপহার
তোমার স্মৃতির স্মারক ;
জীবন সায়াহ্নে আজও আমি আগলে রেখেছি
তোমার সকল দুঃখ জারক !