দুঃখের সমীক্ষা

মাহমুদা মৌ | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

দুঃখ পেলে

আমার ভেতর খরস্রোতা নদীর মতো

তীব্র গতিতে নোনা পানি প্রবাহিত হয়

ঝরঝর ঝরনার মতো করে।

কেঁপে ওঠে নিজের অস্তিত্ব

নেমে আসে মৌন নিস্তবতা।

হয়ত একই ধারা বহে

তোমার ভেতরও!

তবে কি বেসামাল আবেগকে

প্রশয় না দিয়ে বুকের পাঁজরে

আবদ্ধ করে রাখবো,

উৎসর্গিত মায়াকে উত্তপ্ত আগুনে

জ্বালিয়ে দেবো

আর নিজেকে ভাসিয়ে দেবো

প্রমত্ত উর্মিমালায়।

পূর্ববর্তী নিবন্ধতোমার চলে যাওয়া
পরবর্তী নিবন্ধঅবিশ্বস্ত উপদেশ