দুঃখী মানুষদের সেবায় জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট অনন্য প্রতিষ্ঠান

রাঙ্গুনিয়ায় চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে মেয়র শাহজাহান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাজানগর-লালনগর শাখার তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় সৈয়দ ছালেকুর রহমান শাহ দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়। গত ১৮ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাটে এ চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।
তিনি বলেন, রোগী ও দরিদ্র মানুষকে তাদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রেখে চলছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।এসময় উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন বাবুল, ডাক্তার রেহনুমা সোবহান, সৈয়দ আয়ুব আলী, চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ হারুন চৌধুরী, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ লুৎফর হায়দার রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন আতাউর রহমান ইছাপুরী (র:)
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ১৬ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা