দুঃখবোধ

আকিজ মাহমুদ | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

সময়ের পরিবর্তনে মানুষের দুঃখবোধ এবং তা প্রকাশের ভঙিমা ভিন্ন হয়। পাথর ভাঙলে এর সংখ্যাই কেবল বাড়ে। ভাঙতে ভাঙতে তা নিঃশেষ করার সাধ্য কারো নেই। দুঃখগুলোও এমনই। একে অপরের সাথে শেয়ারিংয়ে তা কেবল বাড়ে। একসময় মনে হতে পারে তা নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ পাথরের ন্যায় মাটির বুকে বাসা বেঁধে পুনরায় তা আরো প্রকট হয়ে ফিরে। যাপিত জীবনে দুঃখের তাই পরিসমাপ্তি নেই। অনেক সময় আবার প্রকাশের উপায়ন্তরও থাকে না। এমনকি এর গুরুত্ব যে সবাই বোঝে তাও না। দুঃখ বরাবরই অন্ধকার ভালোবাসে। দুঃখের রঙও কালো। অতএব মুখ লুকিয়ে যদি কেউ দুঃখ বিলাস করে কার সাধ্য তাকে খুঁজে পাওয়ার!

পূর্ববর্তী নিবন্ধমায়েদের শুধু সংসারের গল্প থাকে
পরবর্তী নিবন্ধমানব কল্যাণে এগিয়ে আসুন