দীর্ঘ ২০ বছর পর লেলাং ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রায় ২০ বছর পর ফটিকছড়ির ১৩নং লেলাং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শাহ নগর স্কুল এন্ড কলেজ মাঠে কাউন্সিলরদের ভোটের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সরোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন নির্বাচিত হয়েছেন। কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব🙂 আজিম উল্লাহ বাহার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেনইদ্রিস মিয়া ইলিয়াছ, আজিজ উল্লাহ, রায়হানুল আনোয়ার রাহী, হোসেন নিয়াজী, এজাহার মেম্বার, রফিক মুন্সী, এম মোরশেদ হাজারী, নাজিম মোরশেদ, মাহাবুবুল আলম মেম্বার, ডা: মোহাম্মদ হোসেন, শফিউল আলম মেম্বার, আবুল কাশেম জুনা। কাউন্সিল অনুষ্ঠান পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধষোলশহর নাজিরপাড়া মডেল সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন