দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে তারেক রহমান

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

নির্বাসনের দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর তিনি তিনশ ফিট এলাকায় গণঅভ্যর্থনা অনুষ্ঠানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন।

সেখানে তিনি ঘোষণা করেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’।

২০০৭ সালের ১১ জানুয়ারি তথা একএগারোয় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তারের পর তারেক রহমান নির্যাতনের শিকার হন। নির্যাতনের আঘাত আর মিথ্যা মামলা নিয়ে প্রায় দেড় যুগ আগে দেশ ছেড়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ফেরত পেল চসিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে যান চলাচল শুরু