দীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছে

পটিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইদ্রিস মিয়া

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করেছে। এ স্বৈচারাচারী সরকার ক্ষমতায় থাকাকালে খুন, গুম ও আয়নাঘরে বিরোধী দলের নেতাকর্মীদের বন্দি এবং সারাদেশকে নরকে পরিণত করেছিল। এবার মানুষ মুক্ত বাতাসে স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করছে।

তিনি গত বুধবার ছনহরাস্থ গ্রামের বাড়িতে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুছ ছালাম মামুন, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহাবুুবুল আলম, আলী আব্বাছ, মিশকাতুল ইসলাম পাপ্পা, সৈয়দ সাদাত আহমদ, শেখ মোহাম্মদ মহিউদ্দীন, গাজী সিরাজ উল্লাহ, বদরুল খায়ের চৌধুরী, আবদুল গফফার চৌধুরী, রেজাউল করিম নেছার, মো. জামাল হোসেন, আসহাব উদ্দীন, কামরুল ইসলাম হোসাইনী, খোকন চৌধুরী, লোকমান মাস্টার, আবদুল মন্নান চেয়ারম্যান, আমিনুর রহমান চেয়ারম্যান, নবাব মিয়া, এরশাদুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন, অ্যাড. আবু তাহের, নুরুল কবির, মো. শহিদুল্লাহ, সিরাজুল ইসলাম সওদাগর, মো. জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহিম চেয়ারম্যান, ইফতাক হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল জলিল চৌধুরী, মো. আবু জাফর চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, মো. ওসমান, ডা. ফয়সাল, আবদুল গফুর মেম্বার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে তা হলো ইনসাফ প্রতিষ্ঠার বিপ্লব’
পরবর্তী নিবন্ধসরওয়ার জামাল নিজামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ