বিসিএস জেনারেল এডুকেশন আ্যসোসিয়েশন, চট্টগ্রাম জেলা ইউনিটের সভা ২৬ জুলাই সন্ধ্যা ৭.৩০ টায় চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক এবং চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি কলেজের প্রভাষকরা দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি না পাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি দিতে হবে। এতে কর্ম সন্তুষ্টির স্বীকৃতি পেলে শিক্ষকরা স্বস্তি পান। এছাড়া বর্তমান নিত্য প্রযোজনীয় জিনিসপত্রের ঊর্ধ্ব মূল্যের কারণে সরকারি চাকরিজীবীদের দুঃসহ জীবনযাত্রার মধ্যে সরকার ৯ম পে– কমিশন ঘোষণা করায় বক্তারা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। বিগত কমিশনগুলোর কারণে শিক্ষা ক্যাডারে যে সকল ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল বিষয় বর্তমান কমিশনের কাছে যথাযথভাবে তুলে ধরতে বিসিএস জেনারেল এডুকেশন আ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানানো হয়। আগামী ২ আগস্ট ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণের জন্য এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা ইউনিট উদ্যোগ গ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।