দীর্ঘ সংগ্রামের পথ ধরে এসেছে স্বাধীনতা

ভিশন ৪১-এর অনুষ্ঠানে মাহতাব

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ভিশন ৪১ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘প্রজন্ম থেকে প্রজন্ম, স্বাধীনতার ইতিহাসকে ধরে রাখব আজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ চৌধুরীর ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালে উদিত হয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। ভিশন ৪১ পরিষদের আহবায়ক দীনবন্ধু দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ আমিনুল হক, কাউন্সিলর মোরশেদ আলম ও কাউন্সিলর জেসমিন পারভীন জেসি। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগ নেতা সাদাতুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্নী মহাসমাবেশ স্থগিত, স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচবি আইকিউএসির সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা