প্রথমবারের মত ফেডারেশন কাপের ফাইনালে গিয়েও শিরোপাটি ধরা হলো না। তবে এতে হতাশ নয় ক্লাবটির কর্মকর্তারা। বরং আরো নব উদ্যমে এগিয়ে যেতে চায় সামনের দিকে। ২০১৭ সালে যাত্রা শুরু করা ক্লাবটি দেশের ফুটবলে পরাশক্তিতে পরিণত হয়েছে। এর পেছনে ক্লাবের ফুটবলারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির ফল হিসেবে দেখছেন ক্লাবের কর্মকর্তারা। সাইফ স্পোর্টিং কোচ পরিবর্তন করলেও ফুটবলারদের পরিবর্তন করেনি। বরং একই দলকে লম্বা সময় ধরে খেলিয়ে যাচ্ছে। সাইফ পাওয়ারটেক লিঃ এর পরিচালক তরফদার মো. রুহুল সাইফ বলেন আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশে এবং বিদেশে সাইফ স্পোর্টিং সাফল্য বয়ে আনবে সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একাডেমিকে আরো শক্তিশালী করছি। যাতে সেখান থেকে ফুটবলার বের হয়ে আসে। দেশের ফুটবলে সাইফ স্পোর্টিং একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে সেটা আজ প্রমাণিত। এখন সে ধারাটাকে অব্যাহত রাখতে চাই। যাতে ভবিষ্যতে সাইফ স্পোর্টিং দেশের ফুটবলের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারে। আসন্ন বি লিগেও সাইফ স্পোর্টিং আরো ভাল করার প্রত্যয় নিয়ে নামবে।