দীর্ঘ ৮ বছর পর রূপালি পর্দায় ফিরছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ। নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়ে মুক্তির জন্য প্রস্তত। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘প্রহেলিকা’র গান ‘মেঘের নৌকা’। রোববার রাজধানীর এক ক্লাবে আয়োজন করা হয়ে সংবাদ সম্মেলনের। সেখানে উঠে আসে সিনেমার শুটিংয়ের নানা প্রসঙ্গ। এসময় সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।
মাহফুজ আহমেদ বলেন, একাধিকবার মিটিং ও চিত্রনাট্য পড়ার পর এই সিনেমায় যুক্ত হওয়া। সবকিছু মিলিয়ে এতে অভিনয়ের জন্য অভিনেতা মাহফুজ আহমেদ নিজেকে বাধ্য করেছেন। কারণ, গল্পটা চমৎকার। যা পর্দায় সিনেমাটি দেখলে বুঝতে পারবেন।
অনেক দিন পর ক্যামব্যাক কেমন লাগছে? ছোট বেলায় যখন বার্ষিক পরীক্ষার সময় যে অবস্থা হতো এখনো সেই অবস্থা। বুবলী মহা প্রতিষ্ঠিত নায়িকা। আমার সঙ্গে আরো ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছে। আমার ভয়ের কারণ ছিল, ওদের সঙ্গে পাল্লা দিতে পারব কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।