আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বায়েজিদ থানার উদ্যোগে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম–০৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। সভার সভাপতিত্ব করেন বায়েজিদ থানা এনসিপির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন তাইফুর এবং সঞ্চালনা করেন বায়েজিদ থানা যুগ্ম সমন্বয়কারী শাহাদাত হোসেন। মতবিনিময় সভায় থানা ও ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম, এলাকার সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই ধরনের সভার লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সংহত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা।
সভা শেষে জোবাইরুল আরিফ বায়েজিদ থানা এলাকার ৩ ও ৭ নম্বর ওয়ার্ড এবং অক্সিজেন মোড় সড়কে হেঁটে হেঁটে গণসংযোগে অংশ নেন। এই সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাঁদের অভিযোগ, চাহিদা ও প্রত্যাশা শুনেন। গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ নিজের ভোটাধিকার ফিরে পেয়েছে। পরাজিত আওয়ামী শক্তি ও নব্য ফ্যাসিবাদী চক্র চাইবে আমাদের এই ফিরে পাওয়া অধিকার বানচালের চেষ্টা করার, কিন্তু নতুন বাংলাদেশের ছাত্র–জনতা তা কখনোই মেনে নিবে না। তিনি আরও বলেন, আমরা এখন ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। এই রাজনীতি প্রতিষ্ঠার একমাত্র শক্তি হলো জনগণের আকাঙ্খা বোঝা এবং জনতাকে সঙ্গে নিয়ে কাজ করা। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী জসিমউদ্দীন ওপেল, রাফসান জানি, মহানগর সদস্য রকিবুল হাসান, সাহেদ ইকবালসহ চট্টগ্রাম মহানগর ও বায়েজিদ থানা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












