পটিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছিল গ্যাস সিলিন্ডারে অবৈধ ক্রস ফিলিং ব্যবসা। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ক্রস ফিলিং কারখানার সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় কারখানায় রাখা ৫১২টি গ্যাস সিলিন্ডার ও ২টি হাওয়া মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়। গতকাল বুধবার ভোররাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাপিত পাড়ায় সেনা বাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ এই ক্রস ফিলিং ব্যবসা চালিয়ে আসছিলেন চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। পুলিশকে ফাঁকি দিতে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে ক্রস ফিলিং গ্যাস কারখানা চালু করে। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ৫১২টি ক্রস ফিলিং গ্যাসের বোতল জব্দ করে। জানা যায়, পটিয়ার দক্ষিণ শ্রীমাই উত্তরপাড়া শহীদ শাহ্ আলম স্কুলের পার্শ্বে ও বাইপাস এলাকায়ও একটি অবৈধ ক্রস ফিলিং কারখানা রয়েছে। রাতের আধাঁরে এসব কারখানাগুলোতে ক্রস ফিলিং করে দিনের বেলায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হয়। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। যার ফলে কোন মামলা হয়নি। উদ্ধারকৃত অবৈধ গ্যাস সিলিন্ডারের মধ্যে ২৫০টি সরকারি। এরমধ্যে ২০০টি গ্যাস ভর্তি ও ৫০টি খালি। সরকারি সিলিন্ডারগুলোর জন্য পেট্টোলিয়াম কর্পোরেশনকে খবর দেয়া হয়েছে। বৃহস্পতিবার (আজ) এগুলো তাদেরকে হস্তান্তর করা হবে। বাকিগুলোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে গ্যাস সিলিন্ডারগুলো পটিয়া থানা হেফাজতে রয়েছে।