দীর্ঘদিন আইসিইউতে মাহমুদ সাজ্জাদ

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা মাহমুদ সাজ্জাদ করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন। খবর বিডিনিউজের।
৭৩ বছর বয়সী এ অভিনেতা করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পর শারীরিক জটিলতা নিয়ে ১ সেপ্টেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভতির্র পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৬ দিন ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বলে তার ভাই ম হামিদ জানান।
তিনি বলেন, তার শারীরিক অবস্থা বেশ জটিল। চিকিৎসকরা বলছেন, তার ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এখনও রিকভার করছে না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন সাজ্জাদ।
কলেজ জীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন। নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকেও। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম, উপল ও অঞ্জন নামে তাদের দুই সন্তান রয়েছে। মাহমুদ সাজ্জাদের পাঁচ ভাইয়ের মধ্যে ম হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক, তার ছোট ভাই কে এম খালিদ বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধ‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিব নিচ্ছেন ৪০ লাখ