নগরীর চকবাজার ও চান্দগাঁও থানার পৃথক তিনটি মামলায় দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান ও চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ। গতকাল চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, উচ্চ আদালতের জামিন শেষে গত সোমবার দীপ্ত টিভির এমডি কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান ও চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুরের দিকে এমডির জামিন হয়।
আদালত সূত্র আরো জানায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ এনে ওই বছর থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় মামলাগুলো করেন সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।