রাউজানের উত্তর গুজরার শিব মন্দির–কালী মন্দিরের সহ–সাধারণ সম্পাদক ভিডিওগ্রাফার দীপঙ্কর ঘোষ (৫১) গতকাল শনিবার সকাল ৮টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে নগরীর আলকরণের বাসায় পরলোকগমন করেন। গতকাল দুপুরে তার নিজ গ্রাম রাউজানের উত্তর গুজরার লাবণী ঘোষের বাড়ির পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।












