পটিয়ার ভট্টাচার্য দীঘিতে বিষ ঢেলে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেলিশহর ইউনিয়নের চারাবটতল এলাকায়। এ ঘটনায় মো. হাশেম নামের এক মৎস্য চাষী গতকাল সোমবার সকালে থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, বিষ প্রয়োগের কারণে পুকুরে থাকা কাতাল, রুই, নাইলোটিকা, কার্প, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ওই দীঘিতে বেশ কিছুদিন ধরে মাছ চাষ করছেন মো. হাশেম। কিন্তু দুদিন ধরে দীঘিতে মাছ মেরে ফেলা হচ্ছে। মো. হাশেম জানান, দীঘিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ বলেন, মাছ নিধনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুই পক্ষের বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হবে।