দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে ভাঙচুর, ৩ ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ২:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণার প্রতিবাদে অবরোধ চলছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা–সাজেক সড়কে গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা। এসময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়িতে ভাঙচুর করা হয়। অবরোধে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এসময় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতা অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্তকে আটক করে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ৩ জনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই
পরবর্তী নিবন্ধহেফাজতের আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী