দীঘিনালা কলেজের হিসাব শাখায় রহস্যজনক আগুন!

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৩:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আগুনে লেগে পুড়েছে কলেজের নথিপত্র, ক্যাশে-মেমোসমূহ।

তবে এটি “রহস্যজনক ‘ আগুন বলছে অনেকেই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।তাদের বক্তব্য দুর্নীতি আড়াল করতেই এই আগুনের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় দীঘিনালা ফায়ার সার্ভিস ও দীঘিনালা আবাসিক প্রকৌশলীকে (পিডিবি) অবগত করে ইতিবাচক সহযোগিতা চাওয়া হয়নি।

প্রত্যাক্ষদর্শী রিতা চাকমা জানান, দ্বিতীয় তলায় ক্লাস করছি। পরে ধোঁয়া দেখতে পেয়ে আমার শিক্ষক সুকেন্দ্র চাকমাকে জানায়।

কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, আজ কলেজ বন্ধ ছিলো। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোন করেন, আমি ঘটনাস্থলে এসে দেখি কলেজের হিসাব শাখায় যাবতীয় নথিপত্র পুড়েছে আগুনে। এসময় তিনি জানান সর্টসার্কিট হতে আগুন লেগেছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, কলেজের কেউ আমাদের ফোন করেনি। একজন এসে জানালেন কলেজে আগুন লেগেছে পরে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দীঘিনালা আবাসিক প্রকৌশলী উপসহকারী মোঃ আরিফুল ইসলাম বলেন, আমাদেরকে অবগত করা হয়নি অগ্নিকাণ্ডের ঘটনাটি। প্রশাসন থেকে আমাকে ডাকা হলে তদন্ত করে দেখেছি এখানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ছিলো না। 

দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে কলেজ প্রভাষকদের নিয়ে এতে উপজেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকবেন। মাউশি থেকে অডিট চাওয়া হবে গত ৩ অর্থ বছরের। পাশাপাশি আজকের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচারের দোসররা এখনো ওৎ পেতে আছে : নাজমুল মোস্তফা আমিন
পরবর্তী নিবন্ধবন্যা দুর্গত অসহায় পরিবারকে পুনর্বাসন করা হবে : হাটহাজারীতে উপদেষ্টা ফারুক-ই-আজম