দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

আহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতা মারা গেছেন, আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার মেরুং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাবার ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মো. বেলায়েত হোসেন (৩৫) উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি চংড়াছড়ি ৮ নং ওয়ার্ডের মৃত মোজাহার হাওলাদারের ছেলে। আহতরা হলেন মো. সামছু কাজীর ছেলে মো. ইব্রাহিম (২৬), মো. ইউনুছ মিয়ার ছেলে মো. নবী হোসেন (২৫), মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিম (৪৫)।
স্থানীয়রা জানান, মেরুং থেকে তামাক বোঝাই একটি জিপ চংড়াছড়ি যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ড্রাইভার এবং সাথে থাকা সাতজন আরোহী রাস্তা থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. বেলায়েত হোসেনকে (৩৫) মৃত ঘোষণা করেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।

পূর্ববর্তী নিবন্ধঢাকার সাথে দূরত্ব কমবে ১৫০ কিমি
পরবর্তী নিবন্ধওটির ড্রেস পরে নাচলেন ঢামেকের তিন চিকিৎসক