খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে সেনাবাহিনীর দীঘিনালার জোনের আওতাধীন এলাকায় মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক অনুদান, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ,হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে পাঠ্যবই বিতরণ, স্থানীয়দের সুপেয় পানির সংকট নিরসনে ট্যাংক বিতরণ করা হয়। এছাড়া অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। দীঘিনালার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর বলেন, আইন–শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সমপ্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।