খাগড়াছড়ির দীঘিনালায় বেড়াতে আসা এক কিশোরকে বলাৎকারের অভিযোগে শান্তি পরিবহনের লাইনম্যান নাসির উদ্দিন মনার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি উত্তম দেব। গত সোমবার মধ্যরাতে ভিকটিম কিশোর বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,‘ বলাৎকারের শিকার কিশোর নোয়াখালী থেকে দীঘিনালা আসে। দীঘিনালা থেকে সাজেক যেতে বাস স্টেশনের দরবার হোটেলের মালিকের কাছে পরার্মশ চাইলে তিনি শান্তি কাউন্টারের লাইনম্যান মো. নাসির উদ্দীন মনার কাছে পাঠান। লাইনম্যান মনা কৌশলে কিশোরকে মোটরসাইকেলে করে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে বলাৎকার করে। কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়।
দীঘিনালা থানার ওসি বলেন, বলাৎকারের অভিযোগে শান্তি কাউন্টারের লাইনম্যান নাসির উদ্দীন মনাকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।