খাগড়াছড়ির দীঘিনালায় ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকার প্রার্থী অনুপম চাকমা পেয়েছেন ১শ ৯৭ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগশ বিকাশ চাকমা (চশমা প্রতীকে) ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতীকে) পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতীকের সন্তোষ জীবন চাকমা পেয়েছেন ১৩৬৯ ভোট। এছাড়া অটোরিকশা প্রতীকের অপকেশ চাকমা ১হাজার ৬৮ ভোট পান। ঘোড়া প্রতীকে নিউটন চাকমা পেয়েছেন ১ হাজার ৫২ ভোট। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অনুপম সবচেয়ে কম ভোট পেয়েছেন। এর আগে সোমবার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।












