দীঘিনালায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে দীঘিনালার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে স্কুল শিক্ষকের বাসায় অক্সিজেন নিয়ে গেল পুলিশ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ মামলা, জরিমানা