খাগড়াছড়ির দীঘিনালায় বাস স্টেশনে আগুনে পুড়ে গেছে ৫৩টি দোকান ঘর। মঙ্গলবার রাত ১টার দিকে আগুন লাগে। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে পারেননি। এ সময় ৫৩টি দোকানের সবকটি পুড়ে ছাই হয়ে গেছে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় দোকান মালিক দীপেন চাকমা বলেন, কাগজের ফুল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নাম্বার না থাকায় আমি দৌড়ে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নিঃস্ব হয়ে গেছি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবাবকে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছি। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহায়তা করা হবে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।










