খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাস স্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগেই পুড়ে যায় দোকানগুলো। দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার লিডার রুবেল ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। এরই মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিসেও খবর দেয়া হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের সহযোগিতার প্রয়োজন হয়নি। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখেছি। এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস স্টেশনে লারমা স্কয়ার সংলগ্ন মার্কেটে আগুনে ৬০টি দোকান পুড়ে যায়।