দীঘিনালায় বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলাশহরের পাশাপাশি মেরুং ইউনিয়নেও ত্রাণ তৎপরতা শুরু করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) জেলা বিএনপি’র সা. সম্পাদক এম. এন. আফছার, যুগ্ম-সা. সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা আইনজীবি সমিতি’র সা. সম্পাদক ও জেলা বিএনপি’র আইন সম্পাদক এড. বেদারুল ইসলাম, দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. শফিকুর রহমান এবং সা. সম্পাদক জয়নাল আবেদীনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জেলা বিএনপি’র সা. সম্পাদক এম. এন. আফছার জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায় তাঁর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়িশহর এবং দীঘিনালা উপজেলায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

জানা গেছে, জেলা বিএনপি. উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফেনীর বন্যা কবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বাকে উদ্ধার সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধএস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা