দীঘিনালায় বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ৭:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়ে।শুক্রবার বিকেলে উপজেলা মেরুং ইউনিয়নের কাবুল্যা কার্বারী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রুষা চাকমা একই গ্রামের পল্টু চাকমার মেয়ে।

আজ শনিবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শান্তি চাকমা বলেন, বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে পারে রুষা চাকমা। এসময় সে হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ইউএনও মামুনুর রশীদ জানান, বন্যায় শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক নিহত শিক্ষার্থীর বাড়িতে যাবেন।পরিবারকে সহায়তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবর-কণের উপস্থিতি ছাড়া বিয়ে পড়ান চরপাথরঘাটার ‘কাজী’!
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বন্যা দুর্গতদের পাশে বিভাগীয় কমিশনার