খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জুনেল চাকমা (৩১) নামে এক ইউপিডিএফ নেতা খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে হাঙেরিমা ছড়ায় এই ঘটনা ঘটে। হত্যার জন্য জেএসএস এমএন লারমাপন্থীদের দায়ী করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ভোররাত ৪টার সময় জেএসএস এর ৭–৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাঙেরিমা ছড়া গ্রামে (শান্তি বিকাশ কার্বারী পাড়া) গিয়ে ইউপিডিএফ সদস্য জুনেল চাকমাকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে ললিত চাকমা নামে একজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী অতর্কিত গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার শিকার হওয়া জুনেল চাকমা দীঘিনালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।
হত্যাকান্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএস এম এন লারমার কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা। তিনি বলেন, আমার সংগঠন এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় না। তাদের (ইউপিডিএফ) সাথে আমাদের কোনো বিরোধ নেই। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক জানান, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।