দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক আসামি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ at ১০:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালি নতুন বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকা অভিযোগে সন্দেহজনক আসামি নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা থানায় মামলা দায়ের করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাধন ঘোষ। মামলা এজাহারে সূত্রে জানা যায়, ২৫ই মার্চ গভীর রাতে আগুন লাগার কিছু সময় আগে (রাত ১টা ৩৭ মিনিট থেকে ১টা ৪২ মিনিট) সন্দেহজনকভাবে একজন ব্যক্তি ঘোরাঘুরি করে এবং আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ২৫ই মার্চ গভীর রাতে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বোয়ালখালি নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০টি দোকান পুড়ে যায়। অন্তত ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

গতকাল (বুধবার) ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুন লাগার সে (গ্রেফতারকৃত আসামি) দৌড় দেয় এবং কাউকে ডাকাডাকি করেনি। এ ঘটনায় তাকে সন্দেহজনক আসামি হিসেবে সন্ধ্যায় তাকে বোয়ালখালি নতুন বাজার থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন কথা বলেন।

ওসি আরো বলেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকে সে আগুন দিয়ে থাকতে পারে। গ্রেফতারকৃত আসামি আদালতে প্রেরণ করা হবে। আমরা আদালতের কাছে আসামির বিরুদ্ধে অন্তত ৫ থেকে ৭ দিনের রিমান্ড চাইব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিআরটিএর অভিযানে ৩৬ মামলা, জরিমানা
পরবর্তী নিবন্ধআসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়