‘দি মেসেজ’ এর ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহিলা মাহফিল

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলননূলক সংগঠন ‘দি মেসেজ’ এর ব্যবস্থাপনায় ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে “রবিউল আউয়ালপ্রথম বসন্ত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে স্নাত হোক প্রতিটি মুমিনের হৃদয়” শীর্ষক মহিলা মাহফিল নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ কুঞ্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়। জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাদরাসাএ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক ও শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, রাসুলুল্লাহ (.)- ভালোবাসা, উদারতা নমনীয়তা এবং শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে। মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দা সিদরাতুল মুনতাহা, নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন হামিদা রশিদ সুমাইয়া এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। মিলাদ, ক্বিয়াম এবং বিশ্বের নির্যাতিতনিপীড়িত মুসলিম উম্মাহ্‌্‌র জন্য আল্লাহ্‌্‌র সাহায্য প্রার্থনা করে মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়ক থেকে ময়লার স্তূপ অপসারণে পটিয়ায় ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি
পরবর্তী নিবন্ধতারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ