দি ডাকস্ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা ডা. সরওয়ার কামাল, চট্টগ্রাম সিটি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান আইয়ুব নুরী, আইআইইউসির অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ, শিল্পী জয়দেব রজা ও সাংবাদিক আলমগীর সবুজ। স্কুলের অধ্যক্ষ জামাল উদ্দিন সুমনের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে আরো বক্তব্য রাখেন শওকত হোসেন, আনোয়ার সিদ্দিক চৌধুরী, অধ্যাপক মুহিবুল্লাহ চৌধূরী, আকতার হুসাইন, নুর উদ্দিন চৌধুরী, আশফাকুর রহমান, শোয়েব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিরা আলম ও সালেহা আফরিন আইরিন। প্রেস বিজ্ঞপ্তি।