দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কাল। নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে। ভোটারদেরকে ভোট দেয়ার সময় এনআইডি অথবা পাসপোর্ট প্রদর্শন করতে হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে সোসাইটির তিনটি আবাসিক এলাকা। নাসিরাবাদ হাউজিং সোসাইটি, খুলশী হিলস আবাসিক এলাকা এবং রোজভ্যালি আবাসিক এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। সোসাইটির প্রায় ৪ হাজার সদস্য আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন। সোসাইটির নির্বাচনে এবার ওয়াহিদ–দিলরুবা–রাব্বী পরিষদ, মোরশেদ–কাদের–সাইফুদ্দিন পরিষদ এবং কাজী বেলাল উদ্দীন–আলতাফ পরিষদের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে প্রথমোক্ত দুইটি পরিষদ পূর্ণ প্যানেল ঘোষণা করলেও তৃতীয় পরিষদ সভাপতি এবং সহ সভাপতি পদে কাউকে প্রার্থী করেনি।
সোসাইটির ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ–সভাপতি, কোষাধ্যক্ষ এবং ৮ জন সদস্য মিলে মোট ১২টি পদ রয়েছে। একজন ভোটার ১২টি ভোট প্রদান করতে পারবেন।
সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ব্যাপক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।