দি চিটাগাং আর্বান কো–অপারেটিভ সোসাইটির ১০২তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ জানুয়ারি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ। তিনি বলেন, আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন উপ–সহকারী নিবন্ধক গাজী মু. ওমর ফারুক চৌধুরী, কোতোয়ালী থানা সমবায় অফিসার মো. ওছমান গণি। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক রুনু ভট্টচার্য্য। বক্তব্য রাখেন প্রকৌশলী বিপ্লব দাশ, সত্যজিৎ পালিত, সুমিত্র শংকর আইচ, উজ্জ্বল কান্তি চৌধুরী, শ্যামল কুমার চৌধুরী, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিগত সনের ২৮,২৮,৩২২ টাকা নীট লাভ অর্জিত হয়। বিগত সনের মুনাফার উপর এ বছর ৩০% লভ্যাংশ ঘোষণা করা হয়। উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ইন্দু নন্দন দত্ত, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বিপ্লব কুমার চৌধুরী, বিশ্বজিৎ পালিত, চন্দন কুমার চৌধুরী, দিলীপ কুমার দত্ত, সুমন কান্তি দে, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও অনুপ রক্ষিত। অ্যাড.তৃষ্ণা ভট্টাচার্যের সঞ্চালনায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অজিত কুমার আইচ। সভায় সংগঠনের ২০২৪–২০২৫ অর্থ বছরের জন্য ৬২,০৫,০০০ টাকার বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।